সর্বশেষ

5/recent/ticker-posts

Header Ads Widget

শাহিন–হারিসদের আকরাম হয়ে ওঠা নিয়েই বাটলারের যত ভয়


 

পাকিস্তান নাকি ইংল্যান্ড? ক্রিকেট–দুনিয়ায় এখন এই একটিই প্রশ্ন। মেলবোর্নের ফাইনালে ’৯২–এর ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি দেখা যাবে নাকি ইতিহাসের দায় শোধ করবে ইংল্যান্ড? ’৯২–এর সেই ফাইনালে তাকালে সবচেয়ে স্মরণীয় যে মুহূর্ত, তা হলো ওয়াসিম আকরামের ২ বলে ২ উইকেট।

তরুণ আকরামের পরপর ২ বলে সেদিন উড়ে গিয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। প্রথমে অ্যালান ল্যাম্ব ও পরে ক্রিস লুইসকে বোল্ড করে শিরোপাটা পাকিস্তান দলের হাতের মুঠোয় এনে দিয়েছিলেন আকরামই। সেদিন তৈরি হয়েছিল পরের এক দশকে ক্রিকেটকে বল হাতে শাসন করা আকরামের কিংবদন্তি হয়ে ওঠার ভিতও।


Post a Comment

0 Comments